এনবিএন ডেক্স: নওগাঁ শহরের খাঁস নওগাঁ মহল্লায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইউনাইটেড এ্যাসোসিয়শেন ফর সোস্যাল ডেভেলপমেন্ট নামক স্থানীয় একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যেগে গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন- শহরের খাঁস নওগাঁ ঈদগাহ মাঠে স্থাপনকৃত ফ্রি মেডিক্যার ক্যাম্পে হার্ট, মেডিসিন, শিশু ও গাইনী রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ সদর হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাকসুদুর হক রিপন, নবজাতক, গাইনী বিশেষজ্ঞ ডাঃ অর্পিতা দাস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাসেল হোসেন।
আয়োজকরা জানান, বিজয়ের মাস উপলক্ষে গরীব, অসহায় ও দুঃস্থ্য মানুষদের চিকিৎসা সেবার মাধ্যমে সহায়তা প্রদান করার লক্ষে নিয়ে ইউনাইটেড এ্যাসোসিয়শেন ফর সোস্যাল ডেভেলপমেন্ট নামক সংস্থা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও প্রতিবছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুন...
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …