এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে মেলায় জুয়া চালানোর জন্য ডাকা বৈঠক ভন্ডুল শিরোণামে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক কিউ,এম,সাঈদ টিটো ও সাংবাদিক আবু বকর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নওগাঁর ৩ নং আমলী আদালতে সাঈদ টিটো বাদী হয়ে মামলাটি দায়ের করলে বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম মামলাটির তদন- করে রিপোর্ট প্রদানের জন্য মহাদেবপুর থানার ওসিকে নির্দেশ দেন। মামলায় উল্লেখ করা হয় যে, ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে মহাদেবপুর প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে ডাকা আলোচনা সভায় যোগ দেয়ার জন্য সাংবাদিক সাঈদ টিটো ও আবু বকর সিদ্দিক প্রেসক্লাবে গেলে সেখানে প্রতিপক্ষরা জুয়া সংক্রান- বৈঠকে উপসি’ত থাকার বিষয়ে প্রকাশিত সংবাদে কোন সাহসে তাদের নাম ছাপানো হলো সে বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর চড়াও হয়ে তাদের এলোপাথারী মারধর করে জানে মেরে ফেলার চেষ্টা করে এবং তাদের ব্যবহৃত ল্যাপটপ ভাংচুর, ভিডিও ক্যামেরা, ডিজিট্যাল ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাদের আটক করে রাখে। খবর পেয়ে এক ঘন্টা পর মহাদেবপুর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে আবু বকর সিদ্দিককে ছেড়ে দিলেও প্রভাবশালীদের হস-ক্ষেপে গভীর রাতে সাংবাদিক সাঈদ টিটোর বিরুদ্ধে প্রেসক্লাব ভাংচুরের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। পরদিন তাকে সে মামলায় নওগাঁ কোর্টে চালান দেয়া হলে আদালত সেদিনই তাকে জামিন দেন। মামলায় অভিযোগ করা হয় যে, জুয়ারুদের অবৈধ কথায় রাজী না হয়ে তাদের সহযোগিতা করতে অস্বীকার করায় ও জুয়া সংক্রান্ত খবর পরিবেশন থেকে বিরত না থাকায় তাদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। মামলায় এম,এ,সালাম, এস,এম,আজাদ হোসেন মুরাদ, আজাদুল ইসলাম আজাদ, সাখাওয়াত হোসেন, এ,কে, সাজু, কাজী সামছুজ্জোহা মিলন সহ আরো ৮/১০ জনকে আসামী করা হয়। #
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …