22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পিরোজপুরের দুর্গাপুরে মোবাইল ব্যবসায়ীকে খুনের চেষ্টা

পিরোজপুরের দুর্গাপুরে মোবাইল ব্যবসায়ীকে খুনের চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের দুর্গাপুরে মোবাইল ব্যবসায়ীকে খুনের চেষ্টায় সন্ত্রাসীরা উপর্যপরী  কুপিয়েছে । ছিনিয়ে নেওয়া হয়েছে তার লক্ষাধিক টাকা মোবাইল সেট । গুরুত্বর অবস্থায় পিরোজপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন এ ব্যবসায়ী খোকন শেখ এখন মৃত্যুর  সাথে পাঞ্জালড়ছে। হাসপাতাল ও থানাসূত্রে জানাযায় ,ঘটনার দিন বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার দুর্গাপুর বাসিন্দা সেলিম শেখের পুত্র ব্যাবসায়ী খোকন শেখ ব্যবসায়ের মালামাল আনার জন্য শ্রীরামকাঠী হয়ে  বাগেরহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে হেমায়েত হাওলাদারের বাড়ির সামনে রাস্তায় পৌছায় । এসময়ে ওৎ পেতে থাকা  সন্ত্রাসী ফুয়াদ শেখ , ফোরকান ,রিয়াজ ,আব্দুল হক তাকে  হত্যার  চেষ্টায় উপর্যপরী কুপিয়ে মৃতঃ ভেবে রাস্তায় ফেলে রেখে যায় । হামলাকারীরা খোকনের পকেটে থাকা লক্ষাধীক টাকা ও মোবাইল সেট সিনিয়ে নিয়ে যায় । এ রিপোর্ট লেখা প্রযন- মামলার প্রস’তি চলছিল।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …