8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় সামাজিকভাবে উপেক্ষিত জনগোষ্টির অধিকার ও সেবা সুরক্ষায় মত বিনিময় সভা

নওগাঁয় সামাজিকভাবে উপেক্ষিত জনগোষ্টির অধিকার ও সেবা সুরক্ষায় মত বিনিময় সভা

এনবিএন ডেক্সঃ বাংলাদেশের প্রানি-ক ও সামাজিকভাবে উপেক্ষিত জনগোষ্টির অধিকার ও সেবা সুরক্ষায় স’ানীয় সুশীল সমাজ ও সংগঠনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পটি নওগাঁয় বাস-বায়ন করছে বেসরকারী সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস’া (বিএসডিও)। এই প্রকল্প কর্মসূচীর অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিদের নিয়ে গতকাল মঙ্গলবার এক মত বিনিময় সভার আয়োজন করে বিএসডিও। মঙ্গলবার সকালে প্যারিমহন গ্রন’াগার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নওশেদ আলী। সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড ইউডিসির সম্পাদক বিবর্ন নেছা। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নারী নেত্রী পারভীন আকতার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, শহর সমাজ সেবা কর্মকর্তা সাজেদুর রহমান প্রমুখ। সভায় প্রকল্পের কর্মসূচীর আলোচনায় বিএসডিওর প্রজেক্ট ম্যানেজার আতাউর রহমান বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অক্রাফামের সহায়তায় নওগাঁ জেলায় তারা প্রানি-ক ও সামাজিকভাবে উপেক্ষিত জনগোষ্টির অধিকার ও সেবা সুরক্ষায় স’ানীয় সুশীল সমাজ ও সংগঠনের সক্ষমতা বৃদ্ধির কাজটি করছে। তিনি আরও বলেন, সমাজের ওই জনগোষ্ঠিকে সম্পদে রুপান-র করতে সরকারী ও বেসরকারী দপ্তর গুলোতে সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …