পিরোজপুর প্রতিনিধি: প্রেমে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম। এবার ২ সনত্মানের জননী পাপিয়া রানী হালদার ১ সনত্মানের জনক লিটন মন্ডলের ( ইতি) হাত ধরে গৃহ ত্যাগ করেছে। ঘটনাটি ঘটেছে নাজিরপুর উপজেলার চৌগাছা গ্রামে। জানা গেছে চৌগাছা গ্রামের তপন হালদারের ছেলে দীপংকর হালদার কালার স্ত্রী পাপিয়া ১১ ও ৬ বছরের দু’টি পুত্র সন্তান ফেলে প্রতিবেশী নৈলতলা গ্রামের নারায়ন মন্ডলের ছেলে লিটন মন্ডলের (ইতি) হাত ধরে স্বামীর ঘর ছেড়েছে। লিটন মন্ডলেরও স্ত্রী এবং সন্তান রয়েছে। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের স্মৃস্টি করেছে। কালার ছেলেরা মায়ের এহেন ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা তার ছবি ছিড়ে ফেলেছে এবং শাড়ীতে আগুন দিয়েছে। কালাকেও বলে দিয়েছে তাদের মাকে পূনঃরায় ঘরে ফিরিয়ে আনলে তারাও বাড়ি থেকে নেমে যাবে।
আরও পড়ুন...
নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!
এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …