22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের RAB-১২’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

সিরাজগঞ্জের RAB-১২’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : RAB-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বিভিন্ন মাদকদ্রব্যসহ ৩ মাদকব্যবসায়ী আসামীকে আটক করার খবর পাওয়া গেছে। RAB-১২’র জানায়, রোববার রাতে স্পেশাল কোম্পানী, RAB-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি/মোঃ মেহেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম গোলাম কিবরিয়ার উপসি’তিতে সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হাটিরকুমরুল এলাকার যুগবাড়িয়া আবাসিক হোটেলের ২য় তলা হতে মাদকসেবন কালে উল্লাপাড়া উপজেলার শাহীগোলা গ্রামের মোঃ মতিউর রহমানের পুত্র মোঃ মনিরুল ইসলাম (৩২), সলঙ্গা থানার রগুনাথপুর গ্রামের মৃত সোনাউল্লার পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩৩) এবং একই থানার চোরাশিকা গ্রামের মৃত সাদেক আলীর পুত্র মোঃ মঞ্জিল মিয়া (৩৫)কে গ্রেফতার করে এবং এর হেফাজতে থাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় হেরোইন ২টি পুরিয়া, নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট ১১পিস এবং গাঁজা ১০টি পুরিয়া উদ্ধার করে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …