19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / নাজিরপুরে শীতের প্রকোপে ২ জনের মৃত্যু

নাজিরপুরে শীতের প্রকোপে ২ জনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:সারাদেশে টানা শৈত্যপ্রবাহ চলছে। এর জেরে নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থনে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায়া আক্রান্ত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। এ দিকে গতকাল নাজিরপুর উপজেলার উত্তার জয়পুর গ্রামের মোঃ মোকলেছুর রহমান শেখ (৭৫) প্রচন্ড শীতের প্রকোপে নিজ বাড়িতে বসে মারা যান এবং ঐদিনই সাতকাছিমা গ্রামের সেকেন্দার হাওলাদার (৬০) বাড়ির কাজকর্ম করা অবস্থায় আকষ্মিক ভাবে মারাযান।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …