পিরোজপুর প্রতিনিধি:কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের মামলাবাজ আফজাল পরিবারের হয়রানীর প্রতারণা ও মামলাবাজিতে এলাকাবাসী অতিষ্ট হয়ে এলাকার জনগণের স্বাক্ষরিত হয়রানীর অভিযোগ এনে পুলিশ সুপার, উপ-পুলিশ পরিদর্শক, ইনচার্জ র্যাব সহ প্রশাসনের বিভিন্ন মহলে সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে সরজমিনে গেলে জানা যায় যে, আফজাল খার দুই মেয়ে অনেক বছর আগে ভারতে নারী পাচার করতে গিয়ে আজও ফিরে আসেনি। এ ছাড়া বর্তমানে বাড়িতে থাকা দুই মেয়ে জেসমিন ও শাহনাজ বিভিন্ন সময় উঠতি বয়সের যুবকদের সাথে ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদ পেতে হাতিয়ে নেয় টাকা পয়সা সহ মালামাল। এদের দাবী অনুয়ায়ী সব কিছু দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ইজ্জত হানীর মামলা করে হাতিয়ে নেয় তাদের পাওনা। ১৯৯৪ সনে তৎকালীণ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে রেজুউলিশনের মাধ্যমে তাকে সতর্ক করলে কিছু দিন নিরব থাকলেও বর্তমানে আবার বেপরোয় হয়ে উঠছে। এর সহযোগিতা করছেন তারই এক মেয়ে জামাই পুলিশ কনষ্টবল কেরামত আলী। আফজালের বিরুদ্ধে গত ০৯/১০/১১ইং তারিখে গরু চুরি মামলা হয়েছে যার নং ৫৭/১১কাউখালী। এছাড়াও এলাকাবাসী তার বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা কথা উল্লেখ করেছে ঐ দরখাস্তে। এলাকার কিছু প্রভাবশালী লোকের ছত্রছায়ায় এ সমস্ত অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে আফজাল খার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …