22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পিরোজপুরে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে বেসরকারী উন্নয়ন সংস’া পিরোজপুর গণ উন্নয়ন সমিতির আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে অন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ মোঃ মনিরুজ্জামান,  বিশেষ অতিথি হিসাবে ছিলেন-সদর  উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তপন বসু, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, আশীষ কুমার মজুমদার, অধ্যাপক, তেজদাসকাঠী কলেজ সুশান- ভৌমিক, । এছাড়ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক, জিয়াউল আহসান,  প্রধান শিক্ষক, ইন্দুরকানী এম.ইউ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মোঃ সেলিম খান, এবং প্রধান শিক্ষক, আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় স্বপন কুমার চক্রবর্তী, । মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম আই সিদ্দিকি। সভাপত্বি করেন- মোহসেনাতুন্নেছা মাসুম, প্রাক্তন প্রধান শিক্ষক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। সঞ্চালনা করেন- মো: ইমরান হোসাইন টারজান, সহ-প্রকল্প সমন্বয়কারী, পিরোজপুর গণ উন্নয়ন সমিতি। মাধ্যমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় ২০ টি মাধ্যমিক বিদ্যালয় এ মেলায় অংশগ্রহন করে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …