22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / জিয়ানগরে শৈত্য প্রবাহে ৩ জনের মৃত্যু, বুধবার সূর্য্যের দেখা মেলেনি

জিয়ানগরে শৈত্য প্রবাহে ৩ জনের মৃত্যু, বুধবার সূর্য্যের দেখা মেলেনি

জিয়ানগরে গত কয়েকদিনে শৈত্য প্রবাহে  ৩ জনের মৃত্যু হয়েছে। শৈত্য প্রবাহে ও ঘন কুয়াশায় জন জীবন স্থাবির হয়ে পরেছে। মঙ্গলবার রাতে উপজেলার কালাইয়া গ্রামের ভগবতীরানী হাওলাদার (৮০) মারা জান এছাড়া মধ্য বালিপাড়া গ্রামের দ্বিন মুজুর মজিবুর রহমান (৬৫) ও ইন্দুরকানী গ্রামের ব্যবসায়ী মোসলে আলী (৬০) মৃত্যু বরণ করেন। শৈত্য প্রবাহের কারনে দ্বিন মজুররা কাজে যেতে পারছেনা। উপজেলার চর সাঈদখালী ও পাড়েরহাট আবাসন প্রকল্পের হতদরিদ্ররা শীত বস্রের অভাবে মানবেতর জীবন জাপন করছেন। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ খালেকগাজী জানান  কিছু শিত বস্র  আসছে যা বিতরন করা হবে।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …