23 Bhadro 1432 বঙ্গাব্দ রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সুবাসী বাঁচাতে চায়

সুবাসী বাঁচাতে চায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় সুবাসী রানী রবিদাসের (৪৫) দুটি ভাল্বই নষ্ট হয়ে গেছে। ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসকরা জরুরী ভিত্তিতে তার দুটি বাল্ব সংযোজনের পরামর্শ দিয়েছেন। এজন্য দরকার পড়বে ৫ লক্ষাধিক টাকার। কিন’ সুবাসীর পরিবারের সে সামর্থ নেই। মানবিক কারণে এখন তাকে বাঁচাবার দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে। নইলে তার মেধাবী সনতান রাবি ছাত্র গোপাল রবিদাসের লেখাপড়াও বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে চিকিৎসা খরচ চালাতে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।
সুবাসী রানী রবিদাস প্রায় ৬ মাস যাবত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফকরুল ইসলামের তত্ত্ববধানে চিকিৎসাধীন রয়েছেন। ডা. ফকরুল ইসলাম জরুরী ভিত্তিতে দুটি ভাল্ব সংযোজনের পরামর্শ দিয়েছেন।
সুবাসীর স্বামী গনেশ রবিদাস জানান, তার নিজস্ব কোন জায়গা জমি নেই। জুতা সেলাইয়ের কাজ করে যা আয় হয় তা দিয়েই কোনমতে চলে সংসার। সুবাসীর ছেলে গোপাল রবিদাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শেষবর্ষের ছাত্র। মেয়ে ইতি রানী ২০০৮ সালে এসএসসি পাশ করলেও অর্থের অভাবে লেখাপড়া বন্ধ করে দিতে হয়েছে। এমতাবস্থায় স্ত্রী সুবাসী রানীর চিকিৎসা খরচের জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা সুবাসী রানী রবিদাস, সঞ্চয়ী হিসাব নম্বর ১৫০৯০, জনতা ব্যাংক দেলুয়াবাড়ী শাখা, মান্দা, নওগাঁ।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …