এনবিএন ডেক্স: নওগাঁর বদলগাছীতে ইউপি সদস্য ও এক সদস্যার বিরুদ্ধে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর হাবিবুর রহমান স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা অভিযোগে জানা গেছে, উপজেলার আধাইপুর ইউপির ৮নং ওয়ার্ডের কাশিয়ারা, বৈকুন্ঠপুর ও পাতকোলা গ্রামের হতদরিদ্র হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম ও নুরুল ইসলামসহ কয়েকজনের কাছ থেকে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড প্রদানের জন্য একই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাতাব আল িও ইউপি সদস্যা শাহিনা আকতার প্রতিজন কার্ডধারীর কাছে ২ থেকে ৪ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। কিন’ ঘুষ নেয়ার পরও কাউকে বিধবা ও বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে ইউপি সদস্য মোহাতাব আলী ও ইউপি সদস্যা শাহিনা আকতার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি সদস্য ও সদস্যার বিরুদ্ধে অভিযোগ পত্রটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারীকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয় ।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …