22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / বিজয়ের ৪০ বছর উপলক্ষে সাড়ে ১২ হাজার মাটির তৈল প্রদীপের আলোকসজ্জায় নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার

বিজয়ের ৪০ বছর উপলক্ষে সাড়ে ১২ হাজার মাটির তৈল প্রদীপের আলোকসজ্জায় নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার

এনবিএন ডেক্স:-  প্রস’তি দীর্ঘ সময় ধরে নয়। মাত্র দু’দিনের। তাতেই যেনো অবাক করার মত চোখ ঝলসানো দৃর্শ্যপট। নিজের চোখে না দেখলে শুধু বর্ননা শুনে ধারানা করা কঠিন। নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে। বিজয়ের ৪০ বছর উদযাপন উপলক্ষে দিনদিকে স্মরনীয় করে রাখতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আলোক সজ্জায় সজ্জিত করেছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ১২ হাজার মাটির তৈল প্রদীপের আলোক সজ্জায় বৌদ্ধ বিহার যেন ফিরে পেয়েছিল তার প্রচীন রুপ। এই দৃশ্য দেখার জন্য বিকাল থেকে বিহার প্রাঙ্গনে আসতে থাকে দর্শনার্থী। সন্ধ্যা নামার পর পুরো বিহার কম্পাউন্ডে সাড়ে ১২ হাজার মাটির তৈল প্রদীপ জ্বালানো হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার যুবকরা রাতদিন পরিশ্রম করে বিজয়ের ৪০ বছর উদযাপন উপলক্ষে উপহার দেয় এই আলোক সজ্জার। এ উপলক্ষ্যে উত্তরাঞ্চলের ৬ টি বৌদ্ধ বিহার থেকে এসেছিলেন ৬ জন বৌদ্ধ ভিক্ষু দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রর্থনায়। প্রার্থনার আনুষ্ঠানিকতায় উপসি’ত ছিলেন সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী, প্রফেসর শরিফুল ইসলাম খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বদরুল আলম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মাহবুবুল আলম প্রমূখ।#

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …