23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উৎযাপিত

সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উৎযাপিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উৎযাপিত হচ্ছে। দিবসের ৪০তম বর্ষে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন প্রাঙ্গনে রাত ১২টায় তোপধ্বনির মাধ্যমে সূচনা করা হয়। মৎস্য ও প্রণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। এ সময় মন্ত্রী বলেন, বিজয়ের ৪০ বর্ষে দেশ জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। দেশের এ অগ্রগতি রোধে একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তখন মন্ত্রী ১০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনন্দ কুমার বিশ্বাস, পৌর মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান লাল উপসি’ত ছিলেন। পরে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এলাকার ১০ শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন। এছাড়া রাত ১২.০১ মিনিটে “স্বাধীনতা ”স্মৃতিস্তম্ভে” পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জেলা প্রশাসক আমিনুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে পুষপস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান, পুলিশ সুপার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাব, সিভিল সার্জন, সরকারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় গনসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা। সকালে শহীদ সামসুদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মোশারফ হোসেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ডিসপেৱ প্রদর্শণ করে।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …