এনবিএন ডেক্স :নওগাঁর আত্রাইয়ে সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইতোপূর্বে নির্মানাধীন এ অবৈধ স্থাপনা আত্রাইয়ের ইউএনও ভেঙ্গে দিলেও প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় একই স্থানে আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে এলাকার জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা য়ায়, আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সীমানা প্রাচীর ঘেসে অবৈধভাবে স্থাপনা নির্মান করা হচ্ছে। গতকাল সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় মেসার্স হাসিব ফার্নিচার এর সত্বাধিকারী মোঃ জালাল উদ্দিন টুকু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সীমানা প্রাচীর ঘেষে সরকারি সম্পত্তির উপর অবৈধ ভাবে এ পাকা ঘর নির্মান করছেন । এ বিষয়ে জালাল উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি জানান উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ঘরটি নির্মান করা হচ্ছে । তবে বিষয়টিকে অস্বীকার করেছেন উপজেলা প্রশাসন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সোবহান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈধ কোন কাগজ নেই বিধায় এ স্থাপনাটি আমি ভেঙ্গে দিয়েছিলাম। কিন’ আবারো কিভাবে তারা সেখানে স্থাপনা গড়ে তোলছেন এটা আমারও পশ্ন? এক প্রশ্নের জবাবে তিনি বলেন হাসপাতাল কর্তৃপক্ষ আমার নিকট কোন লিখিত অভিযোগ করেননি। তবে পুর্বে ঘরটি নির্মানকালে তৎকালিন দয়িত্বপ্রাপ্ত টিএইচএ মাহাবুব হাসান বাবু অভিযোগ দাখিল করেছিলেন এ জন্য আমি ঘরটি ভেঙ্গে দিয়েছিলাম। বর্তমানে এখন পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেননি। এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুস সালাম বলেন, ঘরটি হাসপাতালের সীমানা প্রাচীরের উপর নির্মান হচ্ছে তা আমার জানা নাই। বিষয়টি আমি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যাবস্তা নেওয়ার জন্য অনুরোধ করবো।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …