আনন্দ মেলার নামে জুয়া চলা কালে পিরোজপুর স্টেডিয়াম থেকে ১৭ জুয়ারিকে আটক করেছে র্যাপিট একশ্যান ব্যাটালিয়ান (র্যাব-৮)।সোমবার গভীর রাতে জুয়ার কোর্ট থেকে অর্ধ লক্ষ টাকা এবং খেলার সরঞ্জাম সহ এদের কে আটক করার পর সদর থানায় সোপর্দ করা হয়। র্যাব সূত্রে জানাযায়, পিরোজপুর জেলা স্টেডিয়ামে ৮ ডিসেম্বর থেকে আনন্দ মেলার নামে যাত্রা , সার্কাস,পুতুল নাচ সহ বিক্ষিপ্ত ভাবে জুয়া ও নগ্ন নৃত্য চলছিল। খবর পেয়ে র্যাব -৮ (বরিশাল অঞ্চল) এ অভিযান চলায়। আটককৃতদের বাড়ি পিরোজপুর ,বাগেরহাট ,ঝালকাঠী সহ বিভিন্ন স’ানে । সদর থানার ও,সি মিজানুর রহমান জানান, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …