22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / স্বাধীনতার ৪০ বছরেও পত্নীতলার হালিমনগর বধ্যভূমির স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়া হয়নি

স্বাধীনতার ৪০ বছরেও পত্নীতলার হালিমনগর বধ্যভূমির স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়া হয়নি

এনবিএন ডেক্সঃ সরকারের উদ্যোগের অভাবে নওগাঁর পত্নীতলার হালিমনগর বধ্যভূমির স্বাধীনতার দীর্ঘ ৪০ বছরেও স্মৃতি রক্ষা হয়নি । অবহেলায় বধ্যভূমিটি এখন চাষাবাদের জমিতে পরিণত হয়েছে। পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের হালিমনগর গ্রামের পাশেই এই বধ্যভূমি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী ব্রাশফায়ারে স্বাধীনতাকামী ৩৬ জনকে হত্যা করে এ স’ানে গণকবর দেয়। মুক্তিযোদ্ধাদের সহযোগীতা এবং আশ্রয় দেয়াসহ খাবার সরবরাহের অপরাধে উপজেলার সৈয়দপুর, পাইকবান্দা ও হলাকান্দর গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ৩৬ জন মুক্তিকামী যুবককে ধরে এনে ওই স’ানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করা হয়। ওই সময় পাক হানাদার বাহিনীর লৰ্যভ্রষ্ট ব্রাশফায়ার থেকে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া সৈয়দপুর গ্রামের গুলু মুরমু জানান, তার পায়ে গুলি লাগলেও সবার চোখ ফাঁকি দিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। নির্মম হত্যাযজ্ঞের শিকার ওই ৩৬ জনের মধ্যে বুধু, সুকমল, সরকারমুরমু, টুডুমুরমু, মাথলামুরমু, বার্নাট সরেন, বুধুরায়টুডু, চুরকাটুডু, সুক্কলমুরমু, মুশাইমুরমু, রবিদাস বর্মণ, যাদুমুরমু, ভুতুসরেন, মুন্সীটুডু, জোনাটুডু, মাঝিসরেন, বয়লাহাসদা, এবং খারা সরেনসহ ১৮ জন ছিল স’ানীয় বাসিন্দা। অন্যান্যদের বিভিন্ন গ্রাম থেকে ধরে আনা হয়েছিল। এ বধ্যভূমির স্মৃতি রক্ষায় স্বাধীনতার ৪০ বছরেও সরকারসহ কোন মহল এগিয়ে না আসায় তাদের পরিবার সদস্যদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। এসব পরিবারের সদস্যরা বর্তমান সরকারের নিকট এ বধ্যভূমিটির স্মৃতি রৰার্থে প্রয়োজনীয় পদৰেপ নেয়ার দাবী জানিয়েছেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …