
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পতœীতলায় সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে পতœীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধীনস্থ শীতলমাঠ বিওপির তেপুকুরিয়া গ্রামের সীমান্তে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। পতœীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান চলিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় আটক করেছে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পতœীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস জানান, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হয়েছে।