31 Ashar 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় মায়ের বসতবাড়িতে ঢুকতে ছেলের বাধা- ছেলে আটক

নওগাঁয় মায়ের বসতবাড়িতে ঢুকতে ছেলের বাধা- ছেলে আটক

নওগাঁ প্রতিনিধি : বসতবাড়ির সম্পত্তি হাতিয়ে নিজের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বাড়ির সামনে ধরনায় বসেছেন ওই বৃদ্ধা। ওই বৃদ্ধার অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নিতে তার একমাত্র ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগি ওই বৃদ্ধার নাম বিলকিস আক্তার (৭০)। তিনি জানান, তার এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে কানাডায় থাকেন। শহরের কাজীর মোড়ে বিলকিস আক্তারের স্বামী নিজের ১০ শতক জমির ওপর প্রায় ৩০ বছর আগে দুই তলা বাড়িটি নির্মাণ করেন। ওই বাড়ির দোতালার একটি ফ্লাটে তিনি বসবাস করে আসছিলেন। বৃদ্ধা বিলকিস আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে মোস্তাফিজুল ইসলামের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান বসতবাড়ির অংশীদার হন। কিন্তু মোস্তাফিজুল ইসলাম বসতবাড়ির পুরো সম্পত্তি হাতিয়ে নিতে তার মা ও বোনদের তাদের অংশের জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে কিন্তু মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়। ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার ২০২৩ সাল থেকে অধিকাংশ সময় নওগাঁ শহরেই বড় মেয়ের বাড়িতে থাকছেন। ওই দিন বেলা ১১টার দিকে নিজের বাড়িতে এসে দু’তলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার কাচি গেইট তালা মারা দেখতে পান। তালা মারার বিষয়টি ছেলেকে জানালে তিনি সাফ জানিয়ে দেন তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য গেটে তালা ঝুলিয়েছেন। এদিকে বাড়িতে ঢুকতে না-পেরে বাড়ির নিচতলায় সিঁড়ির সামনে গ্যারেজে বসে থাকেন বৃদ্ধা বিলকিস আক্তার। এমন দিনও দেখতে হবে তিনি কখনও ভাবেননি। সরেজমিনে ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কাজির মোড়ে ওই বাড়িতে গিয়ে বিলকিস আক্তারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘স্বামীর মৃত্যুর তার একমাত্র ছেলে তার দেখাশোনা করেন না। বোনদের সাথেও খারাপ ব্যবহার করেন। ছেলের দাবি বসতবাড়ি আমার ও মেয়েদের অংশ তাকে লিখে দিতে হবে কিন্তু আমরা তাকে জমি লিখে দিতে রাজি হইনি। এটা নিয়ে বিরোধ শুরু। ছেলের সাথে বনিবনা না হওয়ায় স্বামীর মৃত্যুর পর বড় মেয়ের বাড়িতেই থাকি। আমি ছেলেকে তালা খুলতে বললে সে আমাকে বলে, তুই তো দুই আনার মালিক তুই গিয়ে মাঠে গিয়ে থাক। এই বাড়িতে তোর জায়গা হবে না। এসময় আমার বড় মেয়ে আসলেও তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। বিলকিস আক্তার আরোও বলেন, এটা আমার স্বামীর স্মৃতি। জীবনের বাকিটা সময় এই বাড়িতে কাটাতে চাই। এই বাড়িতে আমার মালিকানা কম বলে ছেলে এর আগেও কটাক্ষ করেছে। মেয়েরা আমার অপমান সইতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে। এই বাড়িতে কাগজে-কলমে আমার অংশই বেশি কিন্তু আমার ছেলে পুরো সম্পত্তি দখল করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না। বিলকিস আক্তারের বড় মেয়ের স্বামী ডা. আবুজার গাফফার বলেন, আমার শ্যালক এর আগেও শ্বাশুড়িকে নির্যাতন করেছে। এমনকি গায়ে হাতও তুলেছে। এটা নিয়ে মামলাও রয়েছে আমার শ্যালকের মধ্যে মানবতা বলে কিছু নেই। নিজের মাকে বলে, তুই দুই আনার মালিক, তুই গিয়ে মাঠে থাক। এই কথা শুনে ২০২৩ সালে আমার স্ত্রী ও শালিকা বসতবাড়ির তাদের অংশের জমি মায়ের নামে লিখে দিয়েছে। কাগজে-কলমে আমার শ্বাশুড়ি এখন বসতবাড়ির প্রায় ৭০ ভাগের মালিক। অথচ তাকেই এখন বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকার করে ছেলে সৌরভ বলেন- ‘বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আমাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনায়র পর তার মা স্বেচ্ছায় মেয়ের বাসায় বসবাস করে আসছেন আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন- ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে। ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রামাতিন হওয়ায় ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ (৪০ কে আটক কওে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন...

মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা

নওগাঁ প্রতিনিধিঃ মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভা …