5 Kartrik 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাদিয়া আফরিন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষ জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদফতর এই স্মৃতিস্তম্ভর ডিজাইন করেছে। নওগাঁ গণপূর্ত বিভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আশা করি আগামী ৫ অগাস্টে মধ্যে এর কাজ শেষ হবে এবং ৫ আগস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে ও দোয়া করা হবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট কি হয়েছিলো, ২৪ এর গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে গল্প নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যেমে তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯ জন প্রাণ হারিয়েছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …