
নওগাঁ প্রতিনিধিঃ ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমানসহ শ্রমিক নেতারা। এছাড়াও রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।