
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গোফরইমপ্যাক্ট কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা হয়। নওগাঁর স্থানীয় সরকারের উপ-পরিচালক টি. এম. এ. মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ইএসডিও কর্মসূচি ব্যবস্থাপক পজিদুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জান্নাত আরা তিথি, সহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজ, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালার বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও স্থানীয় পর্যায়ে আইন ও নীতি বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, এবং সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরেন।