
নওগাঁ প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবলকে রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে মডেল মসজিদের সামনে প্রকল্পটির কর্মকর্তা, কর্মচারি ও কেয়ারটেকারের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের ৭টি পর্যায় সফলতার পরও জনবল রাজস্ব খাতভুক্ত করা হয়নি। জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি দীর্ঘ ৩২ বছর যাবত চলমান থাকলেও প্রকল্পে কর্মরত জনবলের মূল বেতন বছর বছর কখনো বৃদ্ধি করা হয়নি। তাই দ্রুত এই প্রকল্পটির জনবলকে রাজস্বখাতে স্থানান্তর, কর্মী, মডেল ও সাধারন কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আউটসোর্সিং ব্যতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদন করে বকেয়াসহ বেতন-বোনাস প্রদানের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ।