13 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনার (ভূমি) বাসভবনে গভীর রাতে হামলা

নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনার (ভূমি) বাসভবনে গভীর রাতে হামলা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। ৩০ জানুয়ারী রাত আনুমানিক ১.০৭ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর সহকারী পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, অফিসার ইন চার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি রাতে শুয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেলাম। শব্দে কিছু মনে করি নাই। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ পেলাম। শব্দ পেয়ে পাশের রুমে এসে জানালায় দেখি জানালার গ্লাস দুটো ফুটো। একটি বড় আরেকটি ছোট। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ এবং আমার মাথার কয়েক ইঞ্চি দুর দিয়ে কিছু একটা চলে গেল। আমি সাথে সাথে জানালার বাইরে দেখার চেষ্টা করলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে রয়েছে। ধাতব পদার্ধ পুলিশের হাতে দেওয়া হয়েছে। তারাই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, রাত ১টায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম আমাকে মুঠোফোনে জানান, কে বা কাহারা আমার বাড়ীতে হামলা করেছে। আমি সাথে সাথে আনসার সদস্যকে পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই। কিন্তু আশ পাশে অনেক খোঁজা খোঁজির পর তিনটি গুলির মত ধাতব পদার্থ পাওয়া যায়। এ বিষয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান বলেন, এজাহার পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন...

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবলকে …