
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ’র আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা’র বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ অসহায় শিক্ষার্থীদের প্রনোদনা’র টাকা আত্বসাতের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছ। শনিবার সকালে জেলা প্রেসক্লাবে ওই শিক্ষককের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক এই সংবাদ সম্মেলন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় – ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক এর অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দ্বায়িত্ব দেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত রিপোর্ট এর পর অভিযুক্ত প্রধান শিক্ষককে ১০ কার্য দিবসের মধ্য কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু সময় অতিক্রম হয়ে গেলেও সেই অভিযুক্ত প্রধান শিক্ষককের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।
শুধু প্রতিবন্ধী শিক্ষার্থী নয় এছাড়াও সাধারণ গরীব শিক্ষার্থীদের প্রনোদনার টাকা শিক্ষার্থীদের না জানিয়ে ভাউচারে সাক্ষর করে নেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও ওই প্রতিষ্ঠানের লাইব্রেরীয়ান এর কাছে থেকে চাকুরী সরকারি করন করে দেওয়ার নাম করে প্রায় ৫লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ সহ তার সকল অপকর্মের সঠিক তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।