26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার হাপানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ হাত ধোয়ার কলাকৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ মমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার এ. এম রবীন শীষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন- সঠিক সময়ে ও নিয়ম মেনে হাত ধোয়া হলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায়। তাই ছাত্র-ছাত্রীদের সঠিক সময়ে ও নিয়ম মেনে হাত ধোয়ার আহবান জানান তিনি।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …