নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে নওগাঁ সরকারি কলেজের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো: আফজাল হোসেন, নওগাঁ বিআরটিএ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফায়সাল হোসেন সহ বিআরটিএ সকল কর্মকর্ত কর্মচারী ও সরকারি বেসরকারি কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে …