এনবিএন ডেক্সঃ নওগাঁয় নাবালিকা শিশু অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক আলমগীর হোসেন (২৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা। সোমবার ভোর রাতে জেলার পত্নীতলা উপজেলার খরসিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আলমগীর ধামুইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আজিজের ছেলে। সোমবার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৬ জুলাই রাতে ভিকটিম (১৩) কে তার বাড়ী থেকে ধর্ষক আলমগীর নাবালিকা শিশু ভিকটিমকে অপহরণ করে ধামুইরহাট উপজেলার দেবীপুর গ্রামস্থ রাস্তার পার্শ্বে নিয়ে গিয়ে সেখানে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। পরবর্তীতে গত ১৭ জুলাই ভিকটিমের বাবা জয়নাল আবেদীন আলমগীর ও তার বন্ধু সোহাগের বিরুদ্ধে ধামইরহাট থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। পরে র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল সোমবার রাতে আসামী আলমগীরকে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা হতে তাকে গ্রেফতার করে। পরে গ্রেপ্তার আসামীকে ধামইরহাট থানায় সোপর্দ করা হয়। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাহাউদ্দিন ফারুকি জানান, আসামী আলমগীর হোসেনকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় সন্ত্রাসী হামলা: গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তিন সহোদর আহত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ …