এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী রেজাউল করিম পতœীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে। বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রেজাউল করিম বাড়িতে এসে স্ত্রী ফৌজিয়া বেগম (৩০) এর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে কলহ বাধে। কলহের জের ধরে রেজাউল ক্ষিপ্ত হয়ে ফৌজিয়াকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ফৌজিয়ার পেটে চাকু ঢুকিয়ে দিলে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে র্ভতি করে দেয়। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুলাই সকালে ফৌজিয়া মারা যায়। এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পতœীতলা থানায় একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার ভোর রাতে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা থেকে ঘাতক স্বামীকে র্যাব-৫ এর সদস্যরা আটক করে থানায় র্সোপদ করে।
আরও পড়ুন...
নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫
এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …