এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা হলো, জেলার মান্দা উপজেলার উত্তর মদনচক গ্রামের বেলালের ছেলে জনি আহম্মেদ (২১), একই উপজেলার জামদই গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(২৩), নিয়ামতপুর উপজেলার ভবানীপুর গ্রামের ইসহাক প্রামানিকের ছেলে নুরুজ্জামান(৩০) ও পোরশা উপজেলার নিতপুর যমুনার বাগান গোপালগঞ্জ গ্রামের ফরুক হোসেনের ছেলে তারেক হোসেন(২৭)। আটকের পর তাদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী। জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার বেজোড়া-ঈলাম রাস্তার মাঝা-মাঝি স্থানে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল একদল ডাকাত। এসময় এলাকাবাসী কৌশুলে ৪ডাকাত সদস্যকে আটক করে। পরে স্থানীয় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান শাহ্ এর সহযোগীতায় আটক ৪ডাকাত সদস্যকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আটক ৪ডাকাতের নামে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। আটকের সময় ধৃত ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহিত ২টি হাসুয়া, ৩টি মোবাইল ফোন, ২টি লাঠি, চোখ বাধার কাজে ব্যবহিত ৪পিছ কালো কাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …