এনবিএন ডেক্সঃ জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
রবিবার সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ব্যনারে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি নবিরউদ্দিন, সিনিয়র সাংবাদিক ফরিদুলকরিম, নওগাঁ জেলা টেলিভিশনজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা।
মানববন্ধনে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে আজকে গোলাম রব্বানী নাদিম কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতাদের সুষ্ঠ বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে করে আর কোন সাংবাদিককে নাদিমের মতো জীবন হারাতে না হয়। একই সঙ্গে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান বক্তারা।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …