19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিএমসি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন

নওগাঁয় বিএমসি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন

এন বিএন ডেক্সঃ নওগাঁয় সরকারি বশির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ (বিএমসি) এর শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরসহ গুরুত্বপূর্ন পদে কর্মরত রয়েছে। যারা জেলার সুনাম কুড়িয়েছে। প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সফলতা কামনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (১৭ জুন) বেলা ১১টায় নওগাঁ সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ (বিএমসি) এর সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়ানো এবং কেক কাটার পর তিনি এ কথা বলেন। পরে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের আয়োজিত আলোচনা সভায় যোগদেন মন্ত্রী।
এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান এবং সাবেক এমপি শাহিন মনোয়ারা হক।
এসময় সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাহফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেচে-গেয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে মিলিত হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আগমনে কলেজ প্রাঙ্গণ এক মিলন মেলায় পরিনত হয়।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …