18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় শিশু সুরক্ষায় বিচারক প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁয় শিশু সুরক্ষায় বিচারক প্রশিক্ষণ কর্মশালা

এনবিএন ডেক্সঃ শিশু সুরক্ষায় বাংলাদেশের বিচারিক ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় ‘শিশু আইন-২০১৩’ ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।  শুক্রবার সকাল ৯টায় নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালা আয়োজন করেছে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল বিচারক অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। সিনিয়র জেলা ও দায়রা জজ ছাড়াও দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল প্রমূখ।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …