26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন আটক

নওগাঁয় পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় পাওনা টাকার জের ধরে শ্রী অতুল কুমার (৪০) নামে একজন অটোরিকশা চালককে হত্যার দায়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। পুলিশ সুপার বলেন, গত ২২ মে সকালে নওগাঁ শহরের বাইপাস এলাকার একটি ইটভাটা থেকে অতুল কুমারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহ নুর ইসলামকে আটক করে পুলিশ। আটকের পর নুরু ইসলাম পুলিশকে জানান, নিহত অতুল কুমার এর কাছ থেকে কিছু টাকা পেতেন তিনি। সেই টাকা আদায়ের জন্য কৌশলে নওগাঁ শহর থেকে আতুল কুমারের অটোরিকশায় চড়ে বাইপাস এলাকায় আসেন দু‘জন। এরপর অতুল কুমারকে মদ পাণ করান নুরু ইসলাম। একপর্যায়ে ওই দিন রাত ৯ টার দিকে রাব্বি নামে একজনের সহযোগিতায় অতুল কুমারকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়৷ এরপর অটোরিকশা থেকে ৫ টি ব্যাটারি চুরি করে বিক্রি করা হয়। পুলিশ সুপার আরও জানান, এঘটনায় সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত নুর ইসলাম ও রাব্বিসহ চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর নামে আরও একজন সহ মোট ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …