নওগাঁয় বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
মে ৩১, ২০২৩
সারাদেশ
10 Views
এনবিএন ডেক্সঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধা ৭টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। সংশ্লিষ্ট বিষয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় অন্যানদের মধ্যে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক, স্থানীয় সরকার, (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মাদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন প্রমূখ সহ জেলা প্রশাসনের বিভিন্ন পযার্য়ের কমকর্তা বৃন্দ ও স্থানীয় গনম্যান ব্যক্তি বগ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জেলা শিল্পকলা একাডেমির তত্বাবধানে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।