7 Kartrik 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার- ২

নওগাঁয় পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার- ২

এন বিএন ডেক্সঃ  ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে ১৪ লাখ টাকা লুটের অভিযোগে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন, জয়পুরহাট সদর উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৩৮) ও একই উপজেলার তেঘরিয়া গ্রামের লিমন হোসেন ওরফে মিন্টু (৩৩)। রফিকুল ইসলামকে গত শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নওগাঁর মহাদেবপুর থানা-পুলিশ। লিমন হোসেনকে গত রোববার রাতে বগুড়া পৌরসভার জলশ^রীতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং লুণ্ঠিত টাকায় ক্রয় করা স্বর্ণালঙ্কার, ইলেক্ট্রনিক্স পণ্য ও মোবাইল সেট উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত ১৬ মার্চ আব্দুল জব্বার নামের একজন ধান আড়তদার নওগাঁর নজিপুর পৌরসভার ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার উত্তোলন করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ওই দিন বিকেল ৪টার দিকে মুখোশধারী চারজন ছিনতাইকারী মাতাজী-মহাদেবপুর সড়কের বেলট এলাকায় রাস্তায় বেরিকেট দিয়ে কৌশলে ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে ও মারপিট করে তার ব্যাগে থাকা ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং পকেটে থাকা ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নওগাঁ পুলিশের একটি চৌকশ দল তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্যানুসন্ধানের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত চারজন ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সম্পৃক্ততা পাওয়ায় গত শনিবার রাতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে জয়পুরহাট এবং লিমন হোসেন নামে অপর এক ব্যক্তিকে গত রোববার রাতে বগুড়া শহর থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সম্পৃক্ত এই চক্রের অন্য দুই সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ও জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও’সি) মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মহাদেবপুর থানার ও’সি মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে আজ বিকেলে আদালতে সোর্পদ করে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত আগামী ২৩ মার্চ রিমান্ড শুনানীর তারিখ ধার্য্য করেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …