এন বিএন ডেক্সঃ নওগাঁয় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সংবিধান নিয়ে কুটক্তি করার অপরাধে বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টুকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখা। শহরের মুক্তির মোড়ে বুধবার বেলা ২ টায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ ফজলুল হক। এতে অন্যান্যর মধ্যে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক ইদুল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক ও আ’লীগ নেতা শফিকুর রহমান মামুন, আ’লীগনেতা ব্রহানী সুলতান মাসুদ গামা,বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার প্রামানিক, বঙ্গবন্ধু পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক আইনুল ইসলাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সম্প্রতি ঢাকা রিপোটার্স ইউনিটিরি এক অনুষ্টানে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টু মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সংবিধান নিয়ে কুটক্তি করায় তাদের জামাত শিবিরের দোসর উল্লেখ করে অবিলম্বে এই দুই বিএনপি নেতা কে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
Home / সারাদেশ / নওগাঁয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সংবিধান নিয়ে কুটক্তি করার শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …