22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / দেশকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে ——–নওগাঁয় খাদ্যমন্ত্রী

দেশকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে ——–নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। মৃধা বিকাশের ক্ষেত্রেও খেলাধুলা ও সংস্কৃতির কোন বিকল্প নাই। গ্রামীণ খেলাধুলা এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। সে ধারাবাহিকতায় ঘোড় দৌড় জনপ্রিয়তা পাচ্ছে। এর পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তিনি আরো বলেন, কৃষিতেও বাংলাদেশ এখন স্মার্ট। এক ফসলি জমিতে এখন দুই তিন ফসলের চাষ হচ্ছে। অল্প জমিতে অধিক ফসল ফলানো হচ্ছে। আর এসব সম্ভব হয়েছে সরকারের কৃষি বান্ধব নীতির কারণে। তিনি রবিবার বিকাল ৩টায় বাহাদুরপুরের বরিয়া মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কৃষিবান্ধব নীতির কারণে আমরা এখন অনেক ভালো আছি। কৃষক এখন তাদের উৎপাদিত পণ্যের নায্য মূল্য পাচ্ছে। আমাদের দেশে খাদ্যের ঘাটতি নেই। দুর্ভিক্ষও হবে না -কৃষক দুর্ভিক্ষ হতে দেবে না। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমদ, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …