এনবিএন ডেক্সঃ নওগাঁয় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের নারচী পুটিমারি বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের নারচী পুটিমারি বিলে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, মৃত ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …