নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭জন মাদক কারবারীকে আটক করেছে। এ সময় আটককৃতদের নিকট থেকে মোট এক কেজি ৯৫০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পৃথক পৃথক মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বান্দাইখাড়া গ্রামের মানিকের ছেলে মাসুদ রানা (৪০), মধুগুড়নই গ্রামের মোশারবের ছেলে তৌহিদ প্রাং (২১),একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহাবুব (২১) ও আব্দুল মালেকের ছেলে আকাশ প্রাং (২২),পাঁচুপুর পালপাড়া গ্রামের স্বপন পালের ছেলে নয়ন চন্দ্রপাল (২৮),কেল্লাপাড়া গ্রামের মোশারবের ছেলে নবীয়্যাত ইসলাম (২২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সাতিয়ান গ্রামের কালামের ছেলে সাজ্জাদ (২০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে মোট এক কেজি ৯৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় পৃথক পৃথক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন...
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে নওগাঁয় মানববন্ধন
নওগাঁ প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবলকে …