26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ শিক্ষক সহ নিহত ০৫ ও আহত পরিবারে মাঝে অনুদান প্রদান

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ শিক্ষক সহ নিহত ০৫ ও আহত পরিবারে মাঝে অনুদান প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে গত ২৪জুন ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চার জন শিক্ষক ও সিএনজি অটোরিক্সার চালক সহ পাঁচজন নিহত এবং একজন আহত শিক্ষিকার পরিবারেদের মাঝে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যলয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শিহাব রায়হান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ উপস্থিত থেকে নিহত ও আহত পরিবারের মাঝে এসব নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন জানান, নিহত প্রতিটি পরিবারকে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান সহ নিহতদের পারিবারিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকের তহবিল থেকে প্রয়োজনে আরো অনুদান প্রদান করা হবে। তিনি আরও জানান নিহত ও আহত পরিবারদের সংশ্লিষ্ট উপজেলায় আবেদন করেলেই উক্ত টাকা তারা পাবেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …