নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় এর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের মহা পরিচালক (প্রশাসন) জিয়া উদ্দিন আহমেদ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করা হয়। উল্লেখ্য দূর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …