21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় কালর্ভাট নির্মাণের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

নওগাঁয় কালর্ভাট নির্মাণের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌরসভাধীন ০৯নং ওয়ার্ডের রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া ও ভরিয়াপাড়া গ্রামের বাসিন্দারা পুরাতন কালর্ভাট ভেঙ্গে যাওয়াই নতুন কালর্ভাট নির্মাণের দাবিতে প্রতিবাদ ও জেলা প্রশাসক, এল.জি.ডি ও পৌরসভা বরাবর স্মারকলিপি প্রদান করেছে । মঙ্গলবার দুপুরে নওগাঁ পৌরসভার ০৯নং ওয়ার্ডের রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া ও ভরিয়াপাড়া গ্রামের বাসিন্দারা প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করেন। উক্ত স্মারকলিপি প্রদানের সময় পৗরসভার ০৯নং ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান সাগর সহ এলাকার প্রায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এসময় ভুক্তভুগিরা জানান, নওগাঁ পৌরসভার ০৯নং ওয়ার্ডের ৪টি গ্রামের দুইটি কালর্ভাট চলাচলের একমাত্র ভরসা ছিলো। কালর্ভাট দুইটি পুরাতন হওয়ায় র্দীঘ দুই তিন বছর ধরে বাঁশের খুটির জোড়া তালি দিয়ে এলাকাবাসী চলা চল করে আসছিল কিন্তু বর্তমানে বাঁশের খুটি এবং অন্যান্য সরঞ্জাম নষ্ট হওয়ার কারণে এলাবাসী প্রতিনিয়তই দূর্ঘটনায় শিকার হচ্ছে বলে তারা নতুন কালর্ভাট নির্মাণের দাবি জানান।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …