
নওগাঁ প্রতিনিধিঃ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে নওগাঁর আত্রাই উপজেলা নির্মান শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এতে পুরো উপজেলার নির্মান কাজ বন্ধ রয়েছে। রোববার দুপুরে আত্রাই উপজেলার ভবনীপুর বাজারে প্রধান সড়কে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। নওগাঁর আত্রাই উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাব্বত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন অবিলম্বে শ্রমিক নেতার ওপর হামলা চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আর তা না হলে অনির্দিষ্টকালের জন্য পুরো উপজেলায় শ্রমিক ধর্মঘট চলবে। উল্লেখ্য গতকাল শনিবার উপজেলার রসুলপুর গ্রামের কামরুল ইসলামের বাড়িতে শ্রমিকরা কাজ করতে গিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এসেময় শ্রমিক নেতারা সেখানে গেলে তাদের উপর হামলা চালান। এরি প্রতিবাদে গতকাল থেকে পুরো উপজেলায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। তাদের উপর হামলার প্রতিবাদের সুষ্ঠ্য বিচার না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলেও জানান শ্রমিক নেতারা।
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে