7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় এডভোকেসি বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পুন

নওগাঁয় এডভোকেসি বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পুন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পুন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় জননী টেনিং সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পুন হয়। উক্ত সমাপনি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। এডভোকেসি নেটওয়ার্ক নওগাঁ জেলা শাখার সভাপতি পারভীন আকতারে সভাপতিত্বে এসময় এডভোকেসি নেটওয়ার্ক নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড: আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল, নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন প্রমূখ সহ বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এসময় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসেলেটর মানুয়েল টুডু, এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসেলেটর সুদিপ কুমার, সহযোগী টেনার আমিনুল ইসলাম বেলাল, মিনহাজল করিম। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্থানীয় এডভোকেসি নেটওর্য়াকের ২৫ জন সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়। এ তিনদিন ব্যাপী কর্মশালায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ ও মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ক এর উপর প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণকারীদের কে একটি করে ব্যাগ দেওয়া হয়।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …