18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁয় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে এডাব, এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। নওগাঁ রানীর নির্বাহী পরিচালক ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ আকতার, নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর এর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ, এডাব রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কে এম ওবায়দুর রহমান, নওগাঁ এডাব এর সদস্য সচিব ও জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, উত্তারাঞ্চল উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রজম্মর নির্বাহী পরিচালক আব্দুর রহমান,বিএমএসএফ ও সুজন নওগাঁ জেলা শাখা কমিটির সভাপতি সাংবাদিত মোফাজ্জল হোসেন, বিএমএসএফ ও সুজন নওগাঁ জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল প্রমূখ সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …