19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নওগাঁয় আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রথমবারের মতো সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (বিশেষ ধাপ-১ম) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে এ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪,৭৫০টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫০ হাজারের অধিক আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচন বিভিন্ন ঈদ, পূজা-পার্বণ, বিশ্ব ইজতেমা, শপিংমল বাণিজ্যমেলা ও বইমেলা, ট্রাফিক কন্ট্রোলসহ প্রভ’তি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্য- সদস্যার জননিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। তিনি আরও প্রশিক্ষণার্থী সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভ’মিকা রাখতে পারে।

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন সহ অত্র রেঞ্জ পরিচালক ও জেলা কমান্ড্যান্টগণ ও আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন শেষে কৃতীপ্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে ২২২জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে এ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহন করেন এবং এদের মধ্যে শেষ্ঠ ড্রিল শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ ফায়ারার রাসেল কিবরিয়া এবং চৌকস এ নাজমুল হোসেনকে কৃতী প্রশিক্ষনার্থী হিসেবে প্রধান অতিথি সম্মাননা পুরষ্কার প্রদান করেন।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …