8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় স্বাধীনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁয় স্বাধীনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ১১টায় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে নওগাঁ বিচার বিভাগের আয়োজনে এ সেমিনার অনষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নওগাঁর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলাম। সেমিনারে সভাপতি এ কে এম শহীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। তিনি এমন একজন রাজনৈতিক কবি যার উচ্চারিত প্রতিটি কথা সবার অন্তরের কথা। তাঁর অপ্রতিদ্বন্দি নেতৃত্ব, প্রজ্ঞা, দুরদর্শিতা দর্শন দৃরতা প্রতিবাদী ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার অনবদ্য উচ্চল চির ভাবনার দৃষ্টান্ত। বাংলাদেশে স্বাধীন না হলে আজ আমরা যারা এখানে উপস্থিত তাদের পদ পদবী ধারন করতে পারতাম না। আমি জজ হতে পারতাম না। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর নেতৃত্বের ও তাঁর ত্যাগের তুলনা নেই। আমার তাঁর অবদান পরিশোধ করতে পারবো না। সহকারি জজ আফছান ইলাহী ও আশিকুর রহমানের সঞ্চলনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মিঞা। এছাড়াও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক হায়দার আলী খন্দকার, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজদ্বয়, বিজ্ঞ জিপি, বিজ্ঞ পি.পি এ কে এম আব্দুল খালেক, নওগাঁ জেলায় কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও সকল স্তরের বিচার বিভাগীয় কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …