নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় করোনা ভাইরাস মোকাবেলায় শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত করে জরিমানা ও মাস্ক বিতরণ করেছেন নওগাঁ সদরের উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ শহরের গোস্তহাহির মোড়, বালুডাঙ্গা বাসস্ট্রান্ড ও হাঁপানিয়া এলাকায় মাস্ক ব্যবহার না করার অভিযোগে ১৫ জনকে ভ্রাম্যমান আদালত করে প্রায় ২হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় ৫শতাধিক সাধারন মানুষের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন এবং সচেতনা মুলক বক্তব্য দেন। এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন বলেন, কারও বাসা থেকে মাস্ক আনতে মনে নেই, কারও তা পড়লে দম বন্ধ লাগে আবার কেউ কেউ মাস্ক নিয়ে বের হলেও পড়ে গেছে পথে- এমনই নানা অজুহাতে করোনাভাইরাস প্রতিরোধের এই উপকরণ পরছেন না বহু মানুষ। বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর সামলানোর পদক্ষেপের অংশ হিসাবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সকলকে নওগাঁ জেলা প্রশাসন এর পক্ষ থেকে অনুরোধ আপনারা নিজে ভালো থাকার জন্য হলেও মাস্ক পরিধান করুন, আপনি ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …