নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার শহরের সাব-রেজিষ্ট্রি অফিসের পাশে একটি বাড়ি থেকে শাহাজান (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শাহাজান নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ এলাকার ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে সদর উপজেলার চকএনায়েত এলাকার মৃত শফিকুর ইসলামের মেয়ে তাসনিম হুমাইরা তন্নী (৩০) এর সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে। অবশেষে গত ২১জানুয়ারি ২০২১ইং তারিখে তাকে বিয়ে করে। তাসনিম হুমাইরা তন্নীর আগের স্বামীর এক ১৬ বছরের ছেলেকে নিয়ে গত ০১নভেম্বর ২০২০ইং চাল ব্যাবসায়ী বুলুর বাসা ভাড়া করে সেখানে তাসনিম হুমারা তন্নী বিয়ের পর থেকে তার স্বামীকে নিয়ে এক সঙ্গে থাকতেন। এ ঘটনায় তাসনিম হুমারা তন্নীর সঙ্গে কথা বললে তিনি জানান, শাহজান বিয়ের আগে থেকেই নিশা করতো। নেশা করাকে কেন্দ্র করে মাঝে মাঝে তার সঙ্গে কলহ হতো। আমি প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাসা থেকে বের হয়ে পুরাতন হাসপিটাল রোড়ে আমার মডার্ন হোমিও ক্লিনিকে যাই। পরে আমি দুপুর ১টায় বাসায় এসে রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি কিন্তু অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে বাসার কেয়ারটেকার ও আশেপাশের মানুষের সাহায়্য নিয়ে দরজা ভেঙ্গে দেখি শাহাজান ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানায়, তাসনিম হুমারা তন্নীর আচারন সন্তোষজনক নয়। এছাড়া শাহাজান ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে তা রহস্য জনক বলে স্থানীয়রা ধারনা করছে। এছাড়া শাহাজানের ঝুলন্ত লাশ খাটের উপর ছিল যার দূরত্ব খুবই কম। অপরদিকে আত্মহত্যার আলামত শাহাজানের ছিল না। এ ঘটনায় আশে পাশের লোক জন, কেয়ারটেকার সহ যারা দড়জা ভেঙ্গে লাশ দেখতে পায় তারা কোন কথা বলতে রাজি হয়নি। পুলিশ আসার আগেই তারা ঘরের দড়জা ভেঙ্গেছে। পুলিশের অবর্তমানে ঘরের দড়জা ভাঙ্গায় পুলিশ সঠিক তদন্তে ব্যর্থ হয়েছে বলে স্থানীয়দের দাবি। এ বিষয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইদ বলেন, ঘরের দড়জা ভেঙ্গে যেহেতু লাশ উদ্ধার করা হয়েছে এ কারণে লাশ ময়না তদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে তিনি জানান। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়রা ঘরের দড়জা ভেঙ্গে লাশ দেখার পর থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে এস,আই সাইফুল ইসলামকে পাঠালে তিনি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …